1 Answers
Tense-এর ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। Before conjunction যুক্ত Past Perfect Tenseএর ব্যবহার হলাে Before-এর পূর্বের বাক্য Past Perfect Tense হবে এবং Before-এর পরের অংশ Past Indefinite বা Simple Past Tense হবে। উত্তর অপশনগুলাের ক, নং-এ আছে retired, যা retire-এর Simple Past form. সুতরাং নিয়ম অনুযায়ী Before-এর পরে Simple Past-এর ব্যবহার আছে ক নম্বরে। কারণ ‘retire’ এর Simple Past Form ‘retired’ অতএব সঠিক উত্তর: ক।