1 Answers
FIFA বা Federation of International Football | Association গঠিত হয় ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে। FIFA-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। FIFA-এর প্রথম সভাপতি ছিলেন জুলে রিমে। বর্তমান সভাপতি সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনাে (২৬ ফেব্রুয়ারি ২০১৬-বর্তমান)।