1 Answers
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উ থান্ট জাতিসংঘের মহাসচিব ছিলেন (মিয়ানমার)। তিনি ৩০.১১.১৯৬১ থেকে ৩১.১২.১৯৭১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। উল্লেখ্য, কুট ওয়াল্ডহেইম (অস্ট্রিয়া) জাতিসংঘের মহাসচিব হিসেবে কর্মরত ছিলেন ০১.০১.১৯৭২ থেকে ৩১.১২.১৯৮১ সাল পর্যন্ত। আর বুট্রোস বুট্রোস ঘালি (মিসর) জাতিসংঘের মহাসচিব হিসেবে কর্মরত ছিলেন ০১.০১.১৯৯২ থেকে ৩১.১২.১৯৯৬ সাল পর্যন্ত।