1 Answers
বাক্যটিতে Degree-এর ব্যবহার দেখাতে বলা হয়েছে। এখানে মূল Adjective ‘busy’ এর Superlative form ব্যবহার করতে হবে। ক. অপশনে আছে more busy, যা busy এর superlative form নয় খ. অপশনে আছে busy, যা মূল Adjective । গ. অপশনে আছে busiest, যা busy adjective-এর সঠিক Superlative form. ঘ. অপশনে আছে most busiest. কিন্তু busy-এর natural superlative যেহেতু busiest সেহেতু এখানে most ব্যবহারের প্রয়ােজন নেই। সুতরাং সঠিক উত্তর : গ।