‘ভালােবাসার শহর’ হিসেবে বিখ্যাত প্যারিসের আরেকটি ডাকনাম হলাে ‘আলাের শহর’। ইংরেজিতে প্যারিসকে ‘City of Light’ বলা হয়। নবজাগরণের সময় প্যারিস হয়ে উঠে শিক্ষা ও চিন্তা-ধারণার এক বিশাল কেন্দ্র। এজন্য প্যারিসের নামকরণ করা হয় ‘Laville-Lumiere’ অথবা ‘City of Light’,