1 Answers
ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামােগত ও ব্যক্তিগত সুরক্ষা নির্দেশক যাচাই করে নিরাপদ নগরী সূচক প্রণয়ন করা হয়। এই প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘Economist Intelligence Unit’. ২০১৯ সালের প্রকাশিত প্রতিবেদন সূচকে সবচেয়ে অনিরাপদ নগরীরর তালিকায় আছে নাইজেরিয়ার লাগােস (৬০), ভেনেজুয়েলার কারাকাস (৫৯), মিয়ানমারের ইয়াঙ্গুন (৫৮) পাকিস্তানের করাচি (৫৭) এবং বাংলাদেশের ঢাকা (৫৬) তম।