1 Answers
- নেমেসিস নাটকের রচয়িতা/নাট্যকার নূরুল মােমেন। তাঁর অন্যান্য নাটক হচ্ছে রূপান্তর, যদি এমন হত, নয়াখান্দান, আলােছায়া, শতকরা আশি, যেমন ইচ্ছা তেমন ইত্যাদি।
- সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক হচ্ছে বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু। তার ‘তরঙ্গভঙ্গ’ নাটকে পঞ্চাশের মন্বন্তরের অভিঘাতের প্রতীকী ব্যবহার হয়েছে।
- আমলার মামলা, তঙ্কর লস্কর, কাকন মণি, বাগদাদের কবি, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা শওকত ওসমানের নাটক।
- মামুনুর রশীদ রচিত নাটক হচ্ছে ওরা কদম আলী, ইবলিশ, মে দিবস, গিনিপিগ, এখানে নােঙর, সমতট ইত্যাদি।