1 Answers
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) রচিত কয়েকটি কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা (১৯২২), দোলন চাঁপা (১৯২৩), সিন্ধু হিন্দোল’ (১৯২৭), ‘বিষের বাঁশী’ (১৯২৪), ভাঙ্গার গান’ (১৯২৪), ছায়ানট’ (১৯২৪), ‘প্রলয় শিখা’ (১৯৩০), পূবের হাওয়া (১৯২৫), সর্বহারা’ (১৯২৬)। ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি ফররুখ আহমদের উল্লেখযােগ্য কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি (১৯৪৪), মুহূর্তের কবিতা (১৯৬৩)। ছান্দসিক কবি আব্দুল কাদিরের কবিতা গ্রন্থ ‘দিলরুবা’ (১৯৩৩), উত্তর বসন্ত’ (১৯৬৭)। পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের স্বাক্ষরকারী বন্দে আলী মিয়ার রচিত কাব্যগ্রন্থ ময়নামতির চর’ (১৯৩২), ‘অনুরাগ’ (১৯৩২)।