1 Answers
বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়ােজিত আন্তর্জাতিক সংস্থা রেডক্রস (Red Cross) ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সদর দপ্তর জেনেভায় অবস্থিত এমন সংস্থাগুলাে হলাে : WTO, UNCTAD, WIPO, WMO, ITU, ILO, WHO, IPU, IAS, ONHCR, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রভৃতি।