সাম্প্রতিক কালের মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যকার। জাতিগত দাঙ্গায় আবারও জীবন্ত হয়ে ওঠে রােহিঙ্গা ইস্যু। দেশটির পদদলিত সংখ্যালঘু মুসলমান রােহিঙ্গা জাতির ওপর নির্যাতনের ভুলে যাওয়া ইতিহাস আবারও জ্বলন্ত হয়ে উঠে। রােহিঙ্গা এমন একটি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গােষ্ঠী, যারা নিজ দেশেও পরবাসী। পরবাসেও আশ্রয়দাতার গলার কাঁটা— শরণার্থী হয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অংশে তারা আশ্রয়। খুঁজছে বেশ কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে দাঙ্গায় দমনাভিযানের শিকার হয়ে লাখ লাখ রােহিঙ্গারা এখনাে বাংলাদেশ ও থাইল্যান্ডে শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছে। এমন অবস্থায় ঐ জাতিগত দাঙ্গাকে পুঁজি করে বাংলাদেশের সুবিধাভােগী গােষ্ঠী ২৯-৩০ সেপ্টেম্বর ২০১২ কক্সবাজারের রামুতে কয়েকটি বৌদ্ধ প্যাগােডায় রাতের অন্ধকারে ব্যাপক অগ্নিসংযােগের মাধ্যমে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানাের ব্যর্থ চেষ্টা করে। কিন্তু প্রশাসনসহ। দেশের সচেতন নাগরিকের কারণে তা আর ব্যাপক আকার ধারণ করতে পারেনি।
রােহিঙ্গা সমস্যা এবং রামু ইস্যু
1 Answers