1 Answers
পুরনাে মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথােড রে টিউব (CRT) ব্যবহার করা হয়। ইলেক্ট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ থেকে খুব সামান্য পরিমাণ X-ray নির্গত হয়। এX-ray বা রঞ্জনরশ্মি জীবন্ত কোষ ধ্বংস করতে সক্ষম। তবে আধুনিক টেলিভিশন LCD বা LED) থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না।