1 Answers
মীর মশাররফ হােসেন রচিত নাটক হলাে বসন্তকুমারী (১৮৭৩), ‘জমিদার দর্পণ” (১৮৭৩), ‘বেহুলা গীতাভিনয়’ (১৮৮৯)। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা নাটক ‘পদ্মাবতী’ (১৮৬০), কৃষ্ণকুমারী’ (১৮৬১) শর্মিষ্ঠা’ (১৮৫৮), মায়াকানন’। উল্লেখ্য, কৃষ্ণকুমারী’ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। নবীন তপস্বিনী’ (১৮৬৬) নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের অন্য নাটকগুলাে হলাে ‘লীলাবতী’ (১৮৬৭), জামাই বারিক (১৮৭২), কমলে কামিনী’ (১৮৭৩)।