1 Answers
যে বাক্যে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন- পুকুরে পদ্মফুল জন্মে। যে বাক্যে একটি প্রধান খবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে। পরস্পর নিরপেক্ষ দুই বা ততােধিক সরল বা মিশ্ৰবাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে। যেমন- লােকটি গরিব কিন্তু সৎ। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’— এটি সরল বাক্যের নিয়মে গঠিত। সুতরাং সঠিক উত্তর (গ)।