1 Answers
১৮৫৭ খ্রিস্টাব্দে সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয় রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে মধুসূদন রচনা করেন মহাকাব্য ‘মেঘনাদবধ’। এটি একটি স্বাধীনতাভিলাষী কাব্য। সংস্কৃত মহাকাব্য রামায়ণ’-এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বনে ‘মেঘনাদবধ’ মহাকাব্য রচিত। মধুসূদন দত্তের রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য ‘ব্রজাঙ্গনা’। ‘বীরাঙ্গনা’ মধুসূদন দত্তের পত্রকাব্য। রােমান কবি ওভিদের ‘হেরােইদাইস’ কাব্যের অনুসরণে ১১টি পত্র নিয়ে এটি রচিত।