1 Answers
- ASEAN ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়। এর সদস্য সংখ্যা ১০। ভারত ASEAN-এর সদস্য নয়।
- OPEC হলাে মুসলিম বিশ্বের তেল রপ্তানিকারক দেশসমূহের সংস্থা। ভারত এ সংস্থার সদস্য নয়।
- The League of Nations প্রথম বিশ্ব যুদ্ধের পর গঠিত হয়। তখন ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল এবং ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। কাজেই এ সংগঠনেরও ভারত Founding member ছিল না।
- উপরিউক্ত কোনােটিই সঠিক নয়- এ অপশনটিই সঠিক উত্তর।