‘বৃক্ষ” শব্দের সমার্থক শব্দ ‘বিটপী’। এর আরাে কতিপয় সমার্থক শব্দ হলাে- গাছ, শাখী, দ্রুম, মহীরুহ, তরু, পাদপ ইত্যাদি। পক্ষান্তরে, ‘কলাপী’ হচ্ছে ময়ূর শব্দের, ‘নীরধি’ হচ্ছে ‘সাগর’ শব্দের এবং ‘অবনি’ হচ্ছে ‘পৃথিবী’-এর সমার্থক শব্দ।
This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More