ক) ১৪৬ তম সদস্য
খ) ১৩৬ তম সদস্য
গ) ১২৬ তম সদস্য
ঘ) ১১৬ তম সদস্য
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য। ১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩টি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে – বাংলাদেশ, গ্রানাডা, গিনি বিসাউ। ইংরেজি বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬ তম, গ্রানাডা ১৩৭ তম, গিনি বিসাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।