1 Answers
প্রাচীন বাংলার জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে পুণ্ড। ‘পু’ বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল ‘পুণ্ড্রনগর’। বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খােদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি পুতে পাওয়া গেছে। উল্লেখ্য, বাংলা পূর্বে প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। এগুলাে হলাে পুন্ড্র, হরিকেল, সমতট, গৌড়, বঙ্গ ইত্যাদি।