1 Answers
আমরা জানি কোনাে বস্তুর ওজন বস্তুর ভর (Mass) এবং অভিকর্ষজ ত্বরণ (g)-এর গুণফলের সমান। কোনাে বস্তুর ভরের কোনাে পরিবর্তন হয় না কিন্তু অভিকর্ষজ ত্বরণ (g)-এর মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন। যেমন- নিরক্ষরেখার তুলনায় মেরু প্রদেশে g-এর মান বেশি হওয়ায় মেরু প্রদেশে বস্তুর ওজন বেশি হয়। তেমনি পৃথিবীর কেন্দ্রে ৪-এর মান শূন্য হওয়ায়, সেখানে যে কোনাে বস্তুর ওজন শূন্য হয়।