1 Answers
উত্তরঃ ৪ টি। এগুলার অবস্থান যথাক্রমে বেতবুনিয়া (রাঙ্গামাটি, ১৯৭৪), তালিবাবাদ (গাজিপুর), মহাখালী (ঢাকা) ও সিলেট।
প্রথম স্থাপিত ভূ উপগ্রহের বর্তমান নাম সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র। বাংলাদেশে আবহাওয়া স্টেশন- ৩৫টি। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের মধ্যে দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট এবং পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে পরমাণু ক্লাবের ৩৪তম সদস্য হিসেবে আত্মপ্রকাশ করে।