1 Answers
‘ইন্দিরা’ বঙ্কিমচন্দ্রের ছােট উপন্যাস। ১৮৭২ সালে ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং ‘উপকথা’ গ্রন্থে সংকলিত হয়। এর মূল কাহিনী কৌতুক, পরিহাসপূর্ণ ও উপভােগ্য। ‘বিষবৃক্ষ’ ও ‘কৃষ্ণকান্তের উইল’ সামাজিক সমস্যা নিয়ে রচিত সামাজিক উপন্যাস। ‘কপালকুণ্ডলা’ কাপালিক ও পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে নায়ক নবকুমারের সাথে বিয়ে, সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব রহস্য নিয়ে রােমান্সধর্মী উপন্যাস।