1 Answers
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পণ্ডিত ছিলেন। তাঁর রচিত গ্রন্থ ‘বত্রিশ সিংহাসন’, হিতােপদেশ, রাজাবলী’ উল্লেখযােগ্য। উইলিয়াম কেরির সহকারী ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে প্রথম ও প্রধান রাম রামবসু। তাঁর রচিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা”। মার্সম্যান ‘দিগদর্শন (১৮১৮) ও সমাচার দর্পণ (১৮১৮) পত্রিকার সম্পাদক ছিলেন। উইলিয়াম কেরির সহায়তায় ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ খােলা হয়। বাংলা ভাষায় অভিজ্ঞ ইংরেজ উইলিয়াম কেরি স্বীয় যােগ্যতাবলে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হন।