1 Answers
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসন হলাে ‘বুড় শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০), ‘একেই কি বলে সভ্যতা’ (১৮৬০)। ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা দিয়ে সাহিত্যজীবন শুরু করা দীনবন্ধু মিত্র প্রহসন রচনায় অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। তার রচিত প্রহসন দুটি হলাে সধবার একাদশী’ (১৮৬৬), ‘বিয়ে পাগলা বুড়াে’ (১৮৬৬)। বিয়ে পাগলা বুড়াে’ প্রহসন সমাজের প্রাচীনপন্থিদের ব্যঙ্গ করে রচনা করেন।