অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে একই সরলরেখায় অবস্থান করে। ফলে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের প্রভাবে পৃথিবীর পানি ফুলে ওঠে এবং প্রচণ্ড জোয়ার হয়। এ জোয়ারকে তেজকটাল বা ভরা। কটাল (Spring Tide) বলে। আবার পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্য পথিবীর দুই পাশে একই সরলরেখায় থাকে। ফলে চন্দ্রের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার হয়, সূর্যের আকর্ষণে সেখানে গৌণ জোয়ার হয়। একেও তেজকটাল বলে। অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে না থেকে উভয়ে। সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। ঐ দিন এরা পৃথিবীকে আড়াআড়িভাবে আকর্ষণ করে বলে অনেক ক্ষেত্রে আকর্ষণ অনেক কম হয়। তখন চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয়, সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। ফলে চন্দ্রের আকর্ষণে পানি বেশি স্ফীত না হলেও সাধারণ জোয়ার হয়। এ জোয়ারকে মরাকটাল বলে।
জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?
1 Answers