1 Answers
গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না……গানের গীতিকার বাউল সম্রাট’ হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযােগ্য গান হলাে আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া; আমি কুলহারা কলঙ্কিনী; বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গাে বসন্ত বাতাসে; আমার বন্ধুয়া বিহনে গাে সয়ে না পরানে গাে একেলা ঘরে থাকতে পারি না; সখী কুঞ্জ সাজাও গাে আজ আমার প্রাণও নাথ আসিতে পারে।