1 Answers
বাংলা ব্যাকরণে খাটি বাংলা উপসর্গ একুশটি। এগুলাে হলাে অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু ও হা। সংস্কৃত উপসর্গ ২০টি। এর মধ্যে আ, সু, বি, নি এই চারটি বাংলা ও সংস্কৃত উভয় উপসর্গে আছে। অপশনগুলাে বিশ্লেষণ করলে দেখা যায়, (ক) পরাকাষ্ঠা – পরা + কাষ্ঠা; (খ) অভিব্যক্তি- অভি + ব্যক্তি (গ)পরিশ্রান্ত- পরি + শ্রান্ত; (ঘ) অনাবৃষ্টি— অনা + বৃষ্টি। (ক), (খ), (গ) অপশনের শব্দ তিনিটি সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত। কিন্তু (ঘ) অপশনে প্রদত্ত ‘অনাবৃষ্টি’ শব্দটি বাংলা ‘অনা’ উপসর্গযােগে গঠিত। সুতরাং সঠিক উত্তর (ঘ) অনাবৃষ্টি।