ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম।
গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে।
1 Answers
তখনই কোনাে বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে। পানিতে যেখানে রাখা হয় সেখানেই থাকে, যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়। কিন্তু ঐ বস্তুটির ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে এবং বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি পানিতে ঘনত্বভেদে অবস্থান নিয়ে ভেসে থাকবে।