1 Answers
ফ্রিজ ঠাণ্ডা করার জন্য ফ্রেয়ন ও অ্যামােনিয়া গ্যাস ব্যবহৃত হয়। এজন্য এর তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। কিন্তু ফ্রিজের দরজা খােলা থাকলে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয় বলে বদ্ধ ঘর ঠাণ্ডা হয়ে গরম হয়। সুতরাং একটি বদ্ধ ঘরে একটি চালু। ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে।