1 Answers
১৬৮০ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস মারা যাবার পর শােক প্রকাশের জন্য আদালতে আইনজীবী এবং বিচারপতির কালাে গাউন পরা শুরু করেন। সেই থেকে কালাে কোট পরিধান করার রেওয়াজ চালু আছে। ডাক্তারদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আবশ্যক, যাতে রােগ সংক্রমিত না হয়। সাদা পােশাক শান্তি, আন্তরিকতা, বিশুদ্ধতার প্রতীক। সাদা পােশাক ময়লা বা নােংরা হলে সহজেই দৃষ্টিগােচর হয়, ফলে তা সংক্রমণ হওয়ার আগেই দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা যায়। এজন্য সাদা পােশাক পরিধান করে।