1 Answers
দৌলত কাজী মধ্যযুগের বিশিষ্ট কবি। তার রচিত কাব্যগ্রন্থ সতীময়না ও লােরচন্দ্রানী’। ফকীর গরীবুল্লাহ পুথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি। ফকির গরীবুল্লাহ রচিত কাব্য আমীর হামজা (প্রথম অংশ), সােনাভান, সত্যপীরের পুঁথি প্রভৃতি। শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তাঁর রচিত কাব্যগ্রন্থ “ইউসুফ-জোলেখা। এ কাব্যে আধ্যাত্মিক প্রেমতত্ত্বের পরিবর্তে মানব প্রেমের প্রাধান্য পরিলক্ষিত হয়। দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম আসাউদ্দিন। তার রচিত কাব্যগ্রন্থ ‘জঙ্গনামা বা মকুল হােসেন, লায়লী মজনু’।