1 Answers
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে সােনালিকা’ ও ‘আকবর’ দুটি উন্নতজাতের গমের নাম। এরূপ আরাে কতিপয় উন্নত জাতের গমের মধ্যে অগ্রণী, আনন্দ, কাঞ্চন, দোয়েল, বরকত, বলাকা, জোপাটিকা, ইনিয়া-৬৬ প্রভৃতি প্রধান। পক্ষান্তরে, বাংলাদেশে উৎপাদিত উন্নত জাতের কতিপয় ধানের মধ্যে বিনা-৮, বিনা-৯, বিআর-৩৩, ব্রি ধান ৪৭, বিআর ১১, ব্রি ধান ৪৬, বিআর-১ (চন্দনা), বিআর-২ (মালা) প্রভৃতি প্রধান।