1 Answers
প্রতি সেকেন্ডে এক কিলােওয়াট হারে এক ঘণ্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় বা ব্যয় হয়, তাকে এক কিলােওয়াট ঘণ্টা বলা হয়। তড়িৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিলের হিসাব করে কিলােওয়াট ঘণ্টা এককে। বাণিজ্যিকভাবে একে ‘বাের্ড অব ট্রেড ইউনিট (B.O.T unit) বা সংক্ষেপে শুধু ইউনিট’ বলা হয়ে থাকে।