1 Answers
জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি। তিনি ষােড়শ শতাব্দীর বর্ধমানের কবি। তার রচিত দুটি বৈষ্ণব গীতিকাব্য মাথুর ও মুরলী শিক্ষা। বিদ্যাপতি মিথিলার কবি। তিনি পদসঙ্গীত ধারার রূপকার। তার শ্রেষ্ঠ কৃতিত্ব ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ। বিষয়ক পদ। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকর। তার শ্রেষ্ঠকীর্তি অন্নদামঙ্গল কাব্য।