ক) নায়িকার বারমাসের সুখ-দুঃখের বর্ণনা
খ) বারমাসের চাষবাষের বিবরণ
গ) নায়ক-নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস
ঘ) দেবদেবীর পূজা প্রচারের কাহিনী
ডক্টর সত্যেন্দ্রনাথ ঘােষাল দৌলত কাজীর ‘সতীময়না ও লােরচন্দ্রানী’ কাব্য সম্পর্কে প্রদত্ত উক্তি- ‘দৌলতের কাহিনীর প্রারম্ভে আদি গল্পের প্রভাব লক্ষণীয়। তবে, পরে দৌলত ও আলাওলের হাতে গল্প মার্জিত, সরস ও স্বাভাবিক হয়ে ফুটে উঠেছে। ……দৌলত কাব্য সরস কবিত্বে পূর্ণ। স্থানে স্থানে বর্ণনা যেমন কবিত্বময়, তেমন হৃদয়গ্রাহী। তার বর্ণিত বারমাস্যা অনুরূপ প্রচলিত সাধারণ বর্ণনাগুলাের মতাে। প্রাণহীন বা গদ্যময় নয়। চিরাচরিত রীতিতে শুধু নায়িকার : দুঃখের কথাই তার বারম্যাসায় প্রকাশিত হয়নি, বিশ্ব প্রকৃতির। সাথে নায়িকার বেদনাতুর চিত্তের যােগাযােগ সম্পন্ন হয়ে সুললিত সঙ্গীতে নিখিল মানবের অন্তর্নিহিত বেদনার আভাসও তার মধ্যে স্পষ্ট ধ্বনি হয় উঠেছে।