২০ মে ২০০২ ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভকারী পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে ‘দিলি’। পক্ষান্তরে, ‘লাসা’ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী, ‘পাের্টেী-নােভা হচ্ছে। বেনিনের রাজধানী এবং ‘তিয়েন আনমেন’ চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত একটি ঐতিহাসিক স্কয়ার।