কবি-ঔপন্যাসিক-সম্পাদক-সংগঠক সঞ্জয় ভট্টাচার্য বর্তমান কুমিল্লার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন। পূর্বাশা’ নামক মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার শ্রেষ্ঠ কীর্তি। মােজাম্মেল হকের সম্পাদনায় লহরী’ ও ‘মােসলেম ভারত’; নামক মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়।