1 Answers
‘পালামৌ’ ভ্রমণকাহিনীর রচয়িতা কথাশিল্পী সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৪-১৮৯১)। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যমাগ্রজ। বঙ্গদর্শনে প্রকাশিত ‘পালামৌ’ সঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ রচনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)-এর উপন্যাস শ্রীকান্ত, চরিত্রহীন (১৯১৭), দেবদাস (১৯১৭), পল্লীসমাজ (১৯১৬), পথের দাবী (১৯২৬) ইত্যাদি। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ প্রথম আলাে’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৭৯৮১৯৭১)-এর বিখ্যাত উপন্যাস হাঁসুলী বাঁকের উপকথা’ (১৯৪৭)।