1 Answers
বিশ্বের শিল্পোন্নত দেশসমূহের সংগঠন G-৪ (Group Eight) ১৫ নভেম্বর ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলাে সদস্য দেশগুলাের পারস্পরিক অর্থনৈতিক সহযােগিতা বৃদ্ধি করা। ২৪ মার্চ ২০১৪ রাশিয়ার সদস্যপদ বাতিল করায় এ সংস্থাটির নাম হয় G-7। G-7-এর বর্তমান সদস্য রাষ্ট্রসমূহ হলাে: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।