ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) বিহারীলাল মজুমদার
ঘ) সুকুমার রায়
(ক) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ’।
(খ) সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছন্দের যাদুকর’। তাঁকে ছন্দের রাজা’ও বলা হয়।
(গ) বিহারীলাল চক্রবর্তীর উপাধি ভােরের পাখি।
(ঘ) সুকুমার রায় সুগায়ক ও সুঅভিনেতা হিসেবে খ্যাত।