Nuclear Non-Proliferation Treaty (NPT) চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৮ খ্রিস্টাব্দে এবং কার্যকর হয় ১৯৭০ খ্রিস্টাব্দে। এ চুক্তি যখন স্বাক্ষরিত হয় ও কার্যকর হয় তখন বিশ্বে আণবিক অস্ত্রের অধিকারী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তঙ্কালীন সােভিয়েত ইউনিয়ন, ফ্রান্স ও চীন। ভারত ১৯৭৪ খ্রিস্টাব্দে, পাকিস্তান ১৯৯৮ খ্রিস্টাব্দে ও উত্তর কোরিয়া ২০০৩ খ্রিষ্টাব্দে আণবিক অস্ত্র উৎপাদন করে। কাজেই NPT মতে, পূর্বে ৫টি রাষ্ট্র আণবিক অস্ত্র উৎপাদক থাকলেও বর্তমানে ৮টি দেশ তা করে থাকে।