ব্রিটিশ কমনওয়েলথভুক্ত কোনাে দেশ কমনওয়েলথভুক্ত অন্য দেশে যে রাষ্ট্রদূত প্রেরণ করে তাকে হাইকমিশনার বলে। ১৯৪৮ সালে এ পদটি চালু হয়। অন্যদিকে, কমনওয়েলথ বহির্ভূত দেশসমূহে সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিনিধিকে রাষ্ট্রদূত বলা হয়। এদের প্রত্যেক দেশের সরকার প্রধানরা নিয়ােগ প্রদান করে থাকেন।