UNCTAD-এর LDC বা Least Development Countries-এর Trade and Development Board -এর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক জেনেভাভিত্তিক পররাষ্ট্র দূত দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমানে তিনি রাষ্ট্রদূতের পদ। থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে উপযুক্ত কোনাে সংস্থার সেক্রেটারি জেনারেল রূপে বাংলাদেশ কাজ করেনি।