ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং এর আওতাধীন অন্যান্য কার্যালয়সমূহের নিম্নবর্ণিত শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছক মােতাবেক অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে :
নম্বর | পদের নাম ও বেতনস্কেল (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) | গ্রেড | শূন্য পদ সংখ্যা | শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা | যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই |
০১ | অফিস সহায়ক ৮২৫০-২০০১০/- | গ্রেড-২০ | ৪৭ (সাতচল্লিশ) | কোনাে স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | মুন্সীগঞ্জ, গােপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, জামালপুর, নােয়াখালি, রাঙ্গামাটি, কুড়িগ্রাম, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, বরগুনা। বিশেষ দ্রষ্টব্য: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। |
আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলি :
০১ | ২৫ মার্চ ২০২০ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ (আঠারাে) হতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধি কোটায় বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর এবং মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি-নাতনি) বয়সীমা ৩০ (ত্রিশ) বছর হবে। বয়সের ক্ষেত্রে এ্যাফিডেভিট গ্রহণযােগ্য হবে না। |
০২ | শিক্ষাগত যােগ্যতাসহ অন্য যে কোনাে বিষয়ে প্রার্থী কোনাে ভুল তথ্য প্রদান করলে বা কোনাে তথ্য গােপন করলে উক্ত প্রার্থীর আবেদনপত্র বাতিল করা হবে। |
০৩ | নিয়ােগবিধি অনুযায়ী অফিস সহায়ক পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
০৪ | নিয়ােগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান পরিপালিত হবে। |
০৫ | লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার/টিএ/ডিএ প্রদান করা হবে না। |
০৬ | নিয়ােগকারী কর্তৃপক্ষ যে কোনাে কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। |
০৭ | ঔষধ প্রশাসন অধিদপ্তরের স্মারক নং-ডিজিডিএ/প্রশা-২৬/০৮/৪৩৭, তারিখ ১৯/০৫/২০২১ মােতাবেক দৈনিক ইত্তেফাক ও The Daily Observer পত্রিকায় প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তির আলােকে অফিস সহায়ক পদে যে সকল প্রার্থী ইতােমধ্যে আবেদন করেছেন তাদের পুনঃআবেদন করার প্রয়ােজন নেই। কেউ পুনরায় আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। |
০৮ | (ক) প্রার্থীর যােগ্যতা যাচাই: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র প্রদর্শন ও দাখিল করতে হবে: |
০৯ | অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়: উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। |
১০ | Online-এ আবেদন ও নিয়ােগ সংক্রান্ত যে কোনাে বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। |