নাথ সাহিত্য
- নাথধর্মের কাহিনী অবলম্বনে মধ্যযুগে রচিত আখ্যায়িকাই- নাথ সাহিত্য।
- প্রাচীনকাল থেকে শিব উপাসক যােগী সম্প্রদায়ের আচরিত ধর্মের নাম- নাথ ধর্ম।
- নাথ ধর্মমতের উৎপত্তি- বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে।
- নাথ সাহিত্যে আদি নাথ, শিব, পার্বতী, মীননাথ, গােরক্ষনাথ, হাড়িপা, কানুপা, ময়নামতী, গােপীচন্দ্রের কাহিনী স্থান পেয়েছে।
- সিদ্ধাদের ইতিহাস এবং গােরক্ষনাথ কর্তৃক মীননাথকে নারীমােহ থেকে উদ্ধার ‘গােরক্ষ বিজয়’ এবং রানী ময়নামতী ও তার পুত্র গােপীচন্দ্র বা গােবিন্দচন্দ্রের কাহিনী- ‘ময়নামতী বা গােপীচন্দ্রের গান’ নামে পরিচিত।
- ‘ময়নামতির গান’ গ্রন্থের রচয়িতা- ভবানী দাস।
- ‘ভারত পাঁচালীগ্রন্থের রচয়িতা- কবিন্দ্র দাস।
- আবদুল করিম সাহিত্যবিশারদ শেখ ফয়জুল্লাকৃত ‘গােরক্ষবিজয়’ কাব্যের পুঁথি আবিষ্কার করে প্রকাশ করেছেন।
- ‘গােরক্ষবিজয়’ নামে অন্য একটি পুঁথি পঞ্চানন মণ্ডল কর্তৃক সম্পাদিত হয়ে প্রকাশিত হয়েছে।
- কয়েকটি নাথ সাহিত্য ‘গােখ বিজয়’ কবি ভীমসেন; ‘মীনচেতন’ শ্যামদাস সেন।